ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ১২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ২৩ নভেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


নারায়ণঞ্জের মদনপুরে শুক্রবার দুপুরে মোন্তাহার স্টিল মিলে গলিত লোহায় ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, শ্রমিক রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও মাসুদ (২৫)।

মোন্তাহার স্টিলের জেনারেল হেলপার আবু রায়হান বলেন, সকালে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এসময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১২ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান বলেন- দগ্ধ পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন।এখনও পারসেন্ট নির্ধারণ করা যায়নি। সবাই বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত